রেকর্ড জুটি ভাঙলেন রিশাদ
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ PM
বাংলাদেশের বিপক্ষে ২০১১ সালের পর প্রথমবার ওয়ানডেতে ৫০ রানের ওপেনিং জুটি গড়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে নেয় সফরকারীরা। তবে সেই জুটি ভাঙেন রিশাদ হোসেন। নিজের প্রথম ওভারেই এলবিডব্লু করেন অ্যালিক অ্যাথানেজকে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। ৩৬ বলে ২৭ রান করে ফেরেন অ্যাথানেজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫৯ রান।
এর আগে, ২০৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে প্রথম ১০ ওভারে উইকেটশূন্য ছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার তোলেন ৪৫ রান।
অবশ্য শুরুটা ছিল বেশ কৃপণ, প্রথম দুই ওভারই মেডেন। এরপরই ছন্দ হারায় স্বাগতিক বোলাররা। তাসকিনের তৃতীয় ওভারে চার–ছক্কায় ১০ রান নেন ব্র্যান্ডন। তানভীর ইসলামের পরের ওভারে অ্যাথানেজ ঝড় তুলে ৩ চার ও ১ ছক্কায় নেন ১৮ রান।
মোস্তাফিজের করা ষষ্ঠ ওভারে আসে ৫ রান। সপ্তম ওভারে বোলিংয়ে এসে চাপ ফেরান অধিনায়ক মিরাজ, করেন মেডেন ওভার।