বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তামিম ইকবাল!

তামিম ইকবাল
তামিম ইকবাল  © সংগৃহীত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তামিম ইকবালের। তবে নানান বিতর্ক আর সরকার-বিএনপির পাল্টাপাল্টি অবস্থানে হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন দেশসেরা এই ওপেনার।

ইতিমধ্যেই মনোনয়ন প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন তিনি। নির্বাচনী পরিবেশ, প্রক্রিয়াগত অসঙ্গতি এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও তার কিছু অসন্তোষ রয়েছে। অবশ্য, এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তামিম, তবে শেষমেশ তিনি নির্বাচনে অংশ না নিলে, তা বিসিবির অভ্যন্তরীণ সংস্কারের প্রশ্নকে ফের সামনে আনবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক ভিডিওতে বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক রিয়াসাদ আজিম। 

ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, ‘তামিম ইকবাল খান নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছেন। আমি সিরিয়াসলি বলছি এবং আমার সব সোর্স থেকে মোটামুটি নিশ্চিত হয়েছি। আগামীকাল (১ অক্টোবর) সকালে অতি নাটকীয় কিছু না ঘটলে তামিম আসন্ন নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তিনি একজন সাধারণ পরিচালক হিসেবেই কাজ করতে চেয়েছিলেন, ক্রিকেট অপারেশন্সেই কাজ করতে চেয়েছিলেন। এখন পর্যন্ত যা খবর - কাল তিনি মনোনয়ন তুলে নেবেন।’

মূলত, দেশের ক্রিকেট উন্নয়নে পরিচালক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তামিম। বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভারতের বেঙ্গালুরুর মতো একটি ‘এক্সিলেন্স সেন্টার’ গড়ার পরিকল্পনা রয়েছে তার, খসড়াও ইতোমধ্যেই প্রস্তুত করেছেন। এছাড়া স্কুল ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতেও পরিকল্পনার কথা জানান তিনি।

তবে তামিমের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ। গুঞ্জন আছে, আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন তিনি। ওইদিনই মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, শনিবার। ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষিত তফসিল অনুযায়ী, ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হবে ভোটগ্রহণ। এরপর সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence