ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালে উড়ন্ত শুরু করেও পরবর্তীতে খেই হারিয়েছে পাকিস্তান। ৯ দশমিক ৪ ওভারে ৮৪ রান করার পর মাত্র ৩৩ বলের মধ্যে পাকিস্তান ৬ উইকেট হারিয়েছে তারা, যেখানে তারা মাত্র ৪৯ রান তুলতে পেরেছে।
শাহিবজাদা ফারহান ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে দলের শুরুটা শক্তিশালী করেছিলেন। এই তরুণ ওপেনার ৩৫ বল খেলে ৫৭ রান করেন, যার মধ্যে ছিল ৫ চার ও ৩ ছক্কা। ফখর জামানের সঙ্গে ৫৮ বলে ৮৪ রানের জুটি গড়ে পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে আসেন ফারহান।
বরুণ চক্রবর্তীর আগের বলে ছক্কা হাঁকানো ফারহান পরের বলেই বাউন্ডারি মারার চেষ্টায় ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন। বাকিরা এসেই প্যাভিলিয়নের পথ ধরতে থাকেন।
এর আগে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের জন্য পাঠায় ভারত। এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ঐতিহাসিক এই লড়াইয়ে উভয় দলই শিরোপা জিততে মরিয়া।