৮ বলে ৫ উইকেট! বিশ্বরেকর্ড গড়লেন ৩৯ বছর বয়সী পেসার

মহেশ তাম্বে
মহেশ তাম্বে   © সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুত ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন ফিনল্যান্ডের অভিজ্ঞ পেসার মহেশ তাম্বে। সোমবার (২৮ জুলাই) এস্তোনিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৮ বলে এই কীর্তি গড়েন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

এস্তোনিয়ায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ফিনল্যান্ড। ম্যাচের ১৭তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন তাম্বে। প্রথম দুই বলে ১০ রান দেওয়ার পর বাকি তিনটি ডেলিভারিতে ৩ উইকেট তুলে নেন তিনি। এরপর ১৯তম ওভারে ফের বল হাতে নিয়ে প্রথম দুই বলে আরও দুই ব্যাটারকে ফেরান তিনি।

অসাধারণ এই পারফরম্যান্সে মাত্র ৮ বলে ৫ উইকেট শিকারের নজির গড়েন তাম্বে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড। এর আগে, ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন বাহরাইনের জুনাইদ আজিজ।

তাম্বে যেসব ব্যাটারকে আউট করেছেন তারা হলেন—স্টেফান গুচ, সাহিল চৌহান, মোহাম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালা।

রেকর্ডগড়ার ম্যাচে তাম্বের বোলিং ফিগার ২ ওভারে ১৯ রান খরচায় ৫ উইকেট। তার দুর্দান্ত স্পেলে ১৯ দশমিক ৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় এস্তোনিয়া। জবাবে ১৮ দশমিক ১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান তুলে ফেলে ফিনল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে তারা। 

২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করা মহেশ তাম্বে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন।

উল্লেখ্য, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি আফগানিস্তানের রশিদ খানের। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence