টেস্ট ক্রিকেটের ‘বিশ্বকাপ’ শুরু কাল, অস্ট্রেলিয়ার দ্বিতীয় নাকি দক্ষিণ আফ্রিকার ইতিহাস?

লর্ডসে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
লর্ডসে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল  © এআই দিয়ে তৈরি

আগামীকাল বুধবার (১১ জুন) থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম লর্ডসে আয়োজিত হবে এই মেগা ফাইনাল। আইসিসির এই ট্রফি জয়ের লক্ষ্যে নামছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত আইসিসির কোনো ট্রফি জেতেনি দক্ষিণ আফ্রিকা। সেই খরা কাটাতে মরিয়া প্রোটিয়ারা। ইতিহাস গড়তে চায় টেম্বা বাভুমারা। অন্যদিকে, সর্বশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়ে এই ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় খেতাব জয়ের লক্ষ্যে নামছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

দুই দেশ ২০২৩-২৫ চক্রের বিচারে সেরা দুই দল হিসেবে ফাইনালে জায়গা পাকা করেছে। দক্ষিণ আফ্রিকা উঠেছে শীর্ষ বাছাই হিসেবে। এই দু’বছরে খেলেছে ১২টি টেস্ট। জিতেছে ৮টি। পয়েন্ট শতাংশ ৬৯.৪৪। অন্যদিকে অজিরা ১৯ ম্যাচে নেমে ৬৭.৫৪ শতাংশ পয়েন্ট পকেটে পুরে ফাইনাল খেলতে নামবে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক টেম্বা বাভুমা আশাবাদী আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তার দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয়ী হবে, তাতে ঘুচবে অপবাদও।

এই ফাইনালের আগে বাভুমা বলেছেন, আমার টেস্ট ক্যারিয়ারে এই ফাইনালে যোগ্যতা অর্জন করা সম্ভবত সর্বোচ্চ অর্জন। আমার অভিষেকের পরই এটি সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে একটি হবে।

তিনি আরও উল্লেখ করেছেন যে, তার দলের প্রত্যেক খেলোয়াড়ই জেতার জন্য ‘ইটের দেয়াল ভেদ করে যেতে’ প্রস্তুত।

তবে দক্ষিণ আফ্রিকা দল প্রায় তিন দশক ধরে ‘চোকার্স’ (চাপের মুখে ভেঙে পড়া দল) হিসেবে পরিচিত। আইসিসি ইভেন্টগুলোতে তাদের সেমিফাইনাল বা ফাইনালের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার ঘটনা এতটাই নিয়মিত যে এটি তাদের ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে গেছে।

এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর বসছে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে। প্রথম দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু এবার তারা পারেনি। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও পরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজ হারায় পিছিয়ে পড়েছেন রোহিত শর্মারা। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবারও ফাইনালে উঠেছে তারা। এবার চমক দক্ষিণ আফ্রিকা। শেষ দুটো সিরিজ দেশের মাটিতে জিতে ফাইনালে উঠেছে তারা।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, রায়ান রিকেলটন, উইয়ান মূল্ডার, ত্রিস্তান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরিন, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!