‘যারা এক ম্যাচ দেখে সমালোচনা করে তারা খেলা বোঝে না’

২৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
মুশফিক-তাইজুল-বিজয়

মুশফিক-তাইজুল-বিজয় © সংগৃহীত

সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে লজ্জার পরাজয়ের মাঝে বিবর্ণ ছিলেন তাইজুল ইসলামও। মেহেদী হাসান মিরাজের ১০ উইকেট শিকারের ম্যাচে এই স্পিনার থেকে সেরাটা পায়নি টিম টাইগার্স। নিজের প্রত্যাশার ধারে-কাছে না থাকার বিষয়টি তাইজুলও স্বীকার করছেন। সিলেট টেস্টে বিবর্ণ তাইজুলকে নিয়ে যারা সমালোচনায় মেতেছিলেন, চট্টগ্রামে ৫ উইকেট নেওয়ার দিনে তাদেরকে একহাত নিলেন এই স্পিনার। 

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১০ ওভার হাত ঘুরিয়ে ৫৩ রান খরচায় উইকেটশূন্য ছিলেন তাইজুল। এরপর দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৭০ রানে নেন ২ উইকেট। তার এমন নিষ্প্রভ পারফরম্যান্সে দলও ভুগেছে বেশ। তবে সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনেই জ্বলে উঠেছেন বাঁ-হাতি এই স্পিনার। এতে প্রথমদিনের শেষবেলায় ধস নেমেছে সফরকারীদের ইনিংসে।  

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এই স্পিনার জানালেন, আগের টেস্টে খারাপ করা পুড়াচ্ছিল তাকেও।

তাইজুলের ভাষ্য, 'অবশ্যই সন্তুষ্টির এটা একটা বিষয় (চট্টগ্রামে ছন্দে ফেরা)। কারণ, একটা খেলোয়াড় যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে… তারপর সিলেটে যেমন বল করেছি, সেটা ভালো জিনিস না। তারপরেও ফিরে এসেছি, এটা ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় ব্যাপার দলকে সাহায্য করেছি।'

বাজে পারফরম্যান্সের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনাকে একহাতও নিলেন তিনি। তার মতে, 'আমার মনে হয় এতগুলো টেস্ট খেলার পর একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে আমার মনে হয় না তারা খেলা বোঝে।'

ট্যাগ: বিসিবি
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, আবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসে এগিয়ে ‘এ-২’ শিফট
  • ২৪ জানুয়ারি ২০২৬
সিগারেট-নেশাকে ছেলেমেয়েরা প্রায়ই ফ্যাশনেবল মনে করে, বাস্তব…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘ফ্যমিলি কার্ড দেওয়ার নামে কিছু জায়গায় টাকা চাইছে প্রতারক চ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সি…
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কুল হবে ল্যাবরেটরি, কমিউনিটি ক্লিনিক মিনি হাসপাতাল’—৬ পয়ে…
  • ২৪ জানুয়ারি ২০২৬