চাপ নেই, পরিকল্পনায় অটল থাকবে জিম্বাবুয়ে

২৭ এপ্রিল ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
ক্রেইগ আরভিন

ক্রেইগ আরভিন

জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার ব্যাপারে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। পরিকল্পনা অনুযায়ী, খেলার উপরও জোর দিচ্ছেন তিনি। সোমবার (২৮ এপ্রিল) থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সিলেটে টেস্ট ৩ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন বলেন, ‘আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, দলের প্রক্রিয়া-পরিকল্পনাগুলো বুঝে নেওয়া, যেগুলো আমাদের টেস্ট জয় এনে দিবে। শুধু ১-০ ব্যবধানে এগিয়ে আছি বলে বাড়তি চাপ নেওয়ার কোন প্রয়োজন নেই। এটিও ভাবার দরকার নেই যে সিরিজ জিততেই হবে।’

নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটুট থাকলেই সাফল্য আসবে বলে মনে করেন আরভিন। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনা ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে পারলেই আমাদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগের থেকে ভাবা যাবে না।’

সিলেট টেস্ট জিতে বাংলাদেশের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে পারে জিম্বাবুয়ে। ২০২১ সালের পর টাইগারদের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ নেয় সফরকারীরা।

প্রথম টেস্টে জিম্বাবুয়ের পেসারদের দাপটের সামনে অসহায় ছিল বাংলাদেশের ব্যাটিং। এর ফলে টেস্টে আধিপত্য বিস্তার করেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানের টার্গেট স্পর্শ করতে কিছুটা বেগ পেতে হলেও জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

নেটে ব্যাটিং অনুশীলনের পর চট্টগ্রামের উইকেট সর্ম্পকে ভালো ধারণা পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন। তার মতে, পেসারদের চেয়ে চট্টগ্রামে স্পিনাররা সুবিধা পাবে।

এদিকে প্রথম টেস্টে বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজকে খেলতে হিমশিম খেয়েছে জিম্বাবুয়ে। ম্যাচে ১০ উইকেট নেন মিরাজ।

এ নিয়ে আরভিন বলেন, ‘নেটে ব্যাটিংয়ের সময় বল কিছুটা ধীরগতির মনে হয়েছে। সম্ভবত ম্যাচ যত এগোবে, স্পিন আরও বেশি প্রভাব ফেলতে পারে। তবে আবারও বলছি, কন্ডিশন বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব কন্ডিশন যতটা ভালোভাবে মূল্যায়ন করা যায়, যাতে টেস্ট ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়ে।’

তিনি আরও বলেন, ‘যেমনটা বলেছি, কন্ডিশন মূল্যায়ন করাই মূল বিষয়। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটা সম্ভব দেরি করতে চাই, যাতে বোঝা যায় কোন কম্বিনেশন আমাদের জন্য সবচেয়ে ভালো হবে।’

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬