শিরোপার আরও কাছে আবাহনী

২৬ এপ্রিল ২০২৫, ১০:২১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
শিরোপার আরও কাছে আবাহনী

শিরোপার আরও কাছে আবাহনী © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার সিক্সে নিজেদের চতুর্থ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। এই জয়ে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী। সুপার সিক্সের শেষ রাউন্ডের ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট পেলেই টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে আবাহনী। অন্যদিকে ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ।

শেষ রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে আবাহনী। ওই ম্যাচ হারলে মোহামেডানের সমান ২৬ পয়েন্ট হবে আবাহনীর। কিন্তু মোহামেডানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় শিরোপাবঞ্চিত হবে আবাহনী।  

শনিবার (২৬ এপ্রিল) সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। ব্যাট হাতে নেমে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ঘূর্ণিতে পড়ে দলীয় ৬৫ রানেই ৪ উইকেট হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। এর মধ্যে ৩ উইকেটই নেন মোসাদ্দেক। 

এরপর ব্যাটারদের ছোট-ছোট ইনিংসে ভর করে চাপমুক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে বড় সংগ্রহ পেতে ব্যর্থ রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করে। 

মেহেদী মারুফ সর্বোচ্চ ৪৮, চৌধুরী এম রিজওয়ান ৪০, অধিনায়ক আকবর আলি ৩৫ ও শরিফুল ইসলাম ৩৪ রানে অপরাজিত থাকেন।

আবাহনীর দুই স্পিনার মোসাদ্দেক ৪টি ও রাকিবুল হাসান ৩ উইকেট নেন। 

২২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৪ রানে প্রথম উইকেট হারায় আবাহনী। ২০ বলে ৩২ রানে থামেন শাহরিয়ার কমল। দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটিতে আবাহনীর জয়ের পথ সহজ করেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও জিশান আলম। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে ফেরেন। ইমন ৭৩ ও জিশান ৬৩ রান করেন। 

দলীয় ১৭৯ রানে তাদের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে আবাহনীর জয় নিশ্চিত করেন এস এম মেহেরব ও মোহাম্মদ মিথুন। মেহেরব ২৪ ও মিথুন ২৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হয়েছেন মোসাদ্দেক।

চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
  • ১৫ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9