আইসিসির মার্চ মাসের সেরা আইয়ার

১৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৫ PM
শ্রেয়াস আইয়ার

শ্রেয়াস আইয়ার © সংগৃহীত

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে মার্চের সেরা হয়েছেন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রাখা ভারতের মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে পেছনে ফেলেন তিনি। 

গেল মাসের পারফরম্যান্সে নারী ক্রিকেটার হিসেবে সেরা হয়েছেন অস্ট্রেলিয়া জর্জিয়া ভল। স্বদেশি অ্যানাবেল সাদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চেতনা প্রাসাদকে পেছনে ফেলে প্রথমবারের মত সেরা হন তিনি। নারী ক্রিকেটে এই নিয়ে টানা ৪ মাসে সেরা হলেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটাররা। 

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ (১৫ এপ্রিল) গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে।

গত মাসে ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রাখেন আইয়ার। মার্চে তিন ওয়ানডে খেলে ৫৭ দশমিক ৩৩ গড় ও ৭৭ দশমিক ৪৭ স্ট্রাইক রেটে ১৭২ রান করেন তিনি। টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ডান-হাতি ব্যাটার। 

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৫ এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আইয়ার।

এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ায় খুশি ৩০ বছর বয়সী আইয়ার। তিনি বলেন, ‘মার্চ মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি খুবই স্পেশাল, বিশেষ করে এমন এক মাসে, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছি। যে মুহূর্তটি আমি আজীবন লালন করব।’

তিনি আরও বলেন, ‘ভারতের হয়ে বড় মঞ্চে অবদান রাখতে পারা, প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। সতীর্থ, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের অবিচল সমর্থন ও ভরসার জন্য। সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের প্রাণশক্তি ও প্রেরণা আমাদেরকে এগিয়ে নেয় প্রতি পদক্ষেপে।’

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা জরু…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9