৬ ম্যাচে ৫ হার–যে সমীকরণে প্লেঅফে যেতে পারে চেন্নাই

১৪ এপ্রিল ২০২৫, ০৬:০৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৮ AM
চেন্নাই সুপার কিংস দল

চেন্নাই সুপার কিংস দল © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের ইতিহাসে এমন বাজে পরিস্থিতির মধ্য দিয়ে কখনো যায়নি চেন্নাই সুপার কিংস। চলতি আসরের প্রথম ম্যাচে জয়ের পর টানা পাঁচ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছে তারা। এর আগে, আইপিএলে কখনোই টানা পাঁচ ম্যাচে হারেনি চেন্নাই। তবে এখনও প্লে-অফের স্বপ্ন ধূলিসাৎ দিচ্ছে না রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ীরা। সবশেষ ম্যাচের পর দলটির ব্যাটিং কোচ মাইক হাসিও বলেছিলেন, এখনো নিজেদের আশা হারাচ্ছেন না।  

এদিকে রাউন্ড রবিন পদ্ধতিতে এখনও ৮ ম্যাচ বাকি চেন্নাইয়ের। সেখান থেকেই শেষ চারে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে দলটিকে। তবে আশার কথা হলো- দলটির সবচেয়ে নির্ভরযোগ্য ও সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ফের নেতৃত্বে ফিরেছেন। যদিও ধোনির নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। সবমিলিয়ে কাগজে-কলমে এখনও প্লে-অফের দৌড়ে টিকে আছে চেন্নাই।

প্লে-অফে যাওয়ার সবচেয়ে সহজ সমীকরণ বাকি ৮ ম্যাচের সব কটিতেই জয়। এতে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করবে চেন্নাই। এক্ষেত্রে নতুন ইতিহাস গড়তে হবে দলটির। এর আগে, ২০১৩ সালে সর্বোচ্চ ৭ ম্যাচ টানা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির দল। তবে শিরোপা নির্ধারণী ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল।

অন্যদিকে ৭ ম্যাচ জিতলেও জোরালো সম্ভাবনা থাকবে চেন্নাইয়ের। আইপিএলের অতীত ইতিহাস বলছে, ১৬ পয়েন্ট নিয়েও শেষ চারে উঠা সম্ভব। এমন পরিস্থিতিতে কেবল একটি ম্যাচ হারতে পারবে এমএস ধোনির দল।

এ ছাড়া ৬ ম্যাচে জিতলেও ক্ষীণ সম্ভাবনা থাকছে চেন্নাইয়ের। তবে ২০২২ সাল থেকে ১০ দল নিয়ে আইপিএল অনুষ্ঠেয় হওয়ায় ১৪ পয়েন্ট প্লে-অফ খেলার সম্ভাবনা বেশ কমে গেছে। এক্ষেত্রে বাকি দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে চেন্নাইকে। এর আগে, ২০২২ সালে চার দল ১৪ পয়েন্ট পেয়েছিল, এবার নেট রানরেটে এগিয়ে প্লে-অফে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

তবে দুই ম্যাচের বেশি হারলে প্লে-অফে উঠার আর কোনো সুযোগ থাকবে না চেন্নাই সুপার কিংসের।

ট্যাগ: আইপিএল
‘নির্বাচনের সামনে প্রচুর অস্ত্র মজুত হচ্ছে’—বিএনপি নেতাকর্ম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব: সিদ্ধান্ত বিসিবির
  • ২৪ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬