প্রতি ছক্কায়, প্রতি উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য ১ লাখ রুপি

ছক্কা, উইকেটে ফিলিস্তিন শিশুদের সহায়তা করবে মুলতান সুলতানস
ছক্কা, উইকেটে ফিলিস্তিন শিশুদের সহায়তা করবে মুলতান সুলতানস  © এক্স

গাজায় ইসরায়েলের গণহত্যা চলছেই। সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের ওপরও হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা। বিশ্বের বিবেকবান মানুষেরা তাদের বিরুদ্ধে সরব হয়েছে। ক্রীড়াঙ্গনে অনেকেই ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিচ্ছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্স বাদ যায়নি।

গেল শুক্রবার পিএসলের দশম আসর শুরু হয়েছে। চলতি এই আসরে প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজায় শিশুদের সহায়তায় কাজ করা দাতব্য সংস্থাগুলোর তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি করে যোগ হবে।

এ ব্যাপারে মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানিয়েছেন, ‘আমাদের খেলোয়াড়দের প্রতিটি ছক্কা, চার বা উইকেটের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের সহায়তায় কিছু করব। ’

এদিকে এক ভিডিও বার্তায় মুলতানের মালিক আলী খান তারিন জানিয়েছেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’

এই ঘোষণার পর এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে মুলতান। ওই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দলটির ব্যাটাররা। করাচির বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে তারা। দুইশ ছাড়ানো এই ইনিংসে মোট ৮টি ছক্কা হয়েছে এবং ২৩টি বাইন্ডারি হয়েছে। তবে ম্যাচটি জিততে পারেনি তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence