পিএসএলে খেলা নিয়ে যা বলছেন নাহিদ রানা

২৭ মার্চ ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

মাত্র এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন। সবমিলিয়ে ১০টি ম্যাচই খেলেছেন, তবে এরই মধ্যে তারকাখ্যাতি পেতে শুরু করেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। 

গতির ঝড়ে ক্রিকেট বিশ্বের নজরও কেড়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে ডাক পেয়েছেন এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলার অনুমতি দেওয়ার গুঞ্জনও উঠেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে একটি সেলুন উদ্বোধন করতে গিয়েছিলেন নাহিদ। সেখানে পিএসএলে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘পিএসএলের মতো একটি বড় টুর্নামেন্টে চান্স পেয়েছি, আমার অনুভূতি অবশ্যই ভালো। সেখানে যদি খেলার সুযোগ পাই তাহলে নিজের সেরাটাই দেবো।’

জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠলেও নিজ এলাকায় পুরোনো নাহিদই আছেন বলে জানান তিনি, ‘দেখুন আমি তাদের কাছে ছোট থেকে যে নাহিদ রানা ছিলাম, এখনও তেমনই আছি। আমার মধ্যে না কোনো পরিবর্তন আসছে, না তারাও পরিবর্তন হয়ে গেছে। একেবারে স্বাভাবিক আছি। আগে যেরকম ছিলাম এখনও সেরকম আছি।’

২২ বছর বয়সী এই পেসার, ‘আমি চাঁপাইনবাবগঞ্জের একজন সেহেতু অবশ্যই আমার পরিকল্পনা আছে। কোচ বা এখানকার ক্রিকেটের দায়িত্বে যারা আছেন তাদেরকে নিয়ে বসে এই বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ। এ ছাড়া জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ভাগ্য লাগে, কঠোর পরিশ্রম করতে হবে এবং ওপরওয়ালারও ইচ্ছা লাগে। এটা বলে দেওয়া যায় না যে, এভাবে খেলে জাতীয় দলে চান্স পাওয়া যায়। তাই আমাদের প্রতিটা দিন এমন কিছু করতে হবে এবং যাতে নিজের তৃপ্তি আসে যে আমি আজকে কিছু করতে পারছি।’

জাতীয় দলে অভিষেকের পর থেকে দুর্দান্ত ফর্মে আছেন চাঁপাই-এক্সপ্রেস খ্যাত এই পেসার। সেই ধারাবাহিকতায় পিএসএলে ডাক পেয়েছেন। ড্রাফট থেকে নাহিদকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। সবকিছু ঠিক থাকলে বাবর আজম-সাইম আইয়ুবদের মতো তারকাদের সঙ্গে একই দলে এই পেসারকে দেখা যাবে। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল, এজন্য ইতোমধ্যেই বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন নাহিদ।

ট্যাগ: বিসিবি
বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9