ক্রিকেটে ফিরবেন তামিম, বিশ্বাস আকরামের

তামিম ইকবাল-আকরাম খান
তামিম ইকবাল-আকরাম খান  © সংগৃহীত

খুব সম্ভবত কঠিন মুহূর্তেরই স্বাক্ষী হয়েছেন তামিম ইকবাল। একইদিনে দু’বার হার্ট অ্যাটাক করায় লাইফ সাপোর্ট পর্যন্ত যেতে হয়েছিল তাকে। হার্টে ব্লক ধরা পড়ায় রিং-ও পড়ানো হয়। তবে চিকিৎসকদের মন্তব্য, এখনও শঙ্কামুক্ত নন দেশসেরা এই ওপেনার।

এদিকে অনেকেই মনে করছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে নতুন করে জীবন পেলেও আর হয়তো তামিমকে ক্রিকেটে দেখা যাবে না। তবে তামিমের চাচা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন, খেলোয়াড় হিসেবে আবারো ক্রিকেটে ফিরবেন তামিম। এজন্য দেশসেরা এই ওপেনারকে নিজের জীবনধারায় পরিবর্তন আনতে হবে বলেও মনে করেন তিনি। 

আকরামের প্রত্যাশা, 'আশা করছি, এক মাস পর স্বাভাবিক জীবনে চলে আসতে পারে। মনে হয় না, সমস্যা হবে।'

অন্যদিকে হৃদরোগ সারাতে তামিমের হার্টে রিং বসানো হয়েছে। তবে রিং নিয়ে তার খেলতে সমস্যা হবে না বলে মন্তব্য চাচা আকরামের। তার বিশ্বাস, অন্তত ডিপিএল-বিপিএল অনায়াসে খেলতে পারবেন তামিম।

আকরামের ভাষ্যমতে, 'অনেকে আছে না রিং নিয়ে খেলছে। জীবনযাত্রা একটু পাল্টাতে হবে, যেহেতু সমস্যা হয়েছে। জীবনযাপন ঠিক থাকলে কোনো সমস্যা হবে না। ওর যে সামর্থ্য এবং মানসিক দৃঢ়তা, আমার মনে হয় সহজেই খেলতে পারবে।'

প্রসঙ্গত, ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান স্পোটিং ক্লাবের অধিনায়ক তামিম। এর আগে, শাইনপুকুরের অধিনায়ক রায়হান রহমানের সঙ্গে টস করতে নামেন তামিম। টস-এর পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence