চবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি ইউটিএল’র 

০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ PM
ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এর লোগো

ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এর লোগো © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। আজ রবিবার (৩১ আগস্ট) রাতে ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ইউটিএল নেতৃবৃন্দ বলেন, ‘গতকাল ৩০ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে নিরাপত্তা প্রহরীর বাকবিতন্ডা হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা এর প্রতিবাদ জানালে কতিপয় স্থানীয় ব্যক্তি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরই সূত্র ধরে আজ আবার শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অসংখ্য শিক্ষার্থী আহত হন। বর্তমানে আহতরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যাদের অনেকের অবস্থা সংকটাপন্ন।’

বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি। আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ হামলার ঘটনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে এ হামলার ঘটনায় স্থানীয়দের পাশাপাশি কোনো সুযোগসন্ধানী গোষ্ঠী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি।

আমরা সরকারের কাছে হামলায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল ক্যাম্পাস এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ইউটিএল নেতৃবৃন্দ।’

সড়ক দুর্ঘটনায় ব্লাড ডোনার ক্লাবের স্বেচ্ছাসেবী নিহত
  • ১৩ জানুয়ারি ২০২৬
যে কৌশলে সহজেই স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান
  • ১৩ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার উপবৃত্তির তথ্য প্রদানের সময় বা…
  • ১৩ জানুয়ারি ২০২৬
কোটিপতি তাহেরীর আয়ের উৎস ব্যাংক আমানতের সুদ
  • ১৩ জানুয়ারি ২০২৬
৬ সংকটে দেশের রেস্তোরাঁ খাত, সমাধান না হলে রাস্তায় নামার হু…
  • ১৩ জানুয়ারি ২০২৬
তারকাদের বাদ দিয়ে বিশ্বকাপের আগে ১৬ সদস্যের দল ঘোষণা করল ও…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9