৫ শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, ফটকে তালা

২২ জুলাই ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১০:০৭ AM
যশোর শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোর শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে দেশের ৫ শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীর। এসময় ৫টি শিক্ষাবোর্ডের ফটকে তালা লাগিয়ে দেন তারা। আজ মঙ্গলবার (২২ জুলাই) চট্টগ্রাম, সিলেট, যশোর, দিনাজপুর ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন তারা। 

জানা গেছে, মঙ্গলবার বিকেল তিনটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা দেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এ ছাড়াও বোর্ডের সামনের মহাসড়ক অবরোধ করেন তারা। এতে করে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে নগরীর পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয় এবং বোর্ড ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা তালা খুলে দেন বলে জানা গেছে। 

এ ছাড়াও এদিনে বেলা ১১টার দিকে যশোর শিক্ষাবোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তারা। একইভাবে চট্টগ্রাম ও সিলেট শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
  • ২২ জানুয়ারি ২০২৬
সবচেয়ে বেশি ঋণখেলাপি বিএনপির প্রার্থী, দ্বিতীয় ও তৃতীয় স্ব…
  • ২২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় চার আসনে বিএনপির গলার কাঁটা ৬ বিদ্রোহী
  • ২২ জানুয়ারি ২০২৬
আগের মতোই থাকছে ঢাকা-তিতুমীর-ইডেনসহ ৭ কলেজ
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লে…
  • ২২ জানুয়ারি ২০২৬
দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬