বার্ন ইনস্টিটিউটের সামনে ফ্রিজিং ভ্যান, মরদেহ বহনের অপেক্ষায় চালক

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে অপেক্ষায় থাকা মরদেহ বহদের ফ্রিজার ভ্যান
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে অপেক্ষায় থাকা মরদেহ বহদের ফ্রিজার ভ্যান  © টিডিসি ফটো

তখন মঙ্গলবার বেলা সাড়ে ১১টা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে লাশবাহী ফ্রিজিং ভ্যান নিয়ে অপেক্ষা করছেন এক চালক। নাম রাজু। হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থানরত গাড়িটির চালক রাজু বলেন, ‘মৃতদেহ বহনের জন্য অপেক্ষা করছি।’

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থী ও শিক্ষককে আনা হয়েছে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ইতোমধ্যে আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘আমি আর এ দেশে থাকবো না’—১৪ বছরের সন্তানকে হারিয়ে শিক্ষক বাবা

সরেজমিনে মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, মূল ফটকের সামনে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। ভেতরে কেউ প্রবেশ করতে চাইলে তার পরিচয় জানতে চাওয়া হচ্ছে। প্রবেশ করতে পারছেন না গণমাধ্যমকর্মীরাও।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ