মেয়েবন্ধুকে টিজ করা নিয়ে সংঘর্ষে জড়ান ঢাকা ও আইডিয়ালের শিক্ষার্থীরা

১৫ মে ২০২২, ১০:৩৩ AM
সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষ

সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষ © সংগৃহীত

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর মেয়ে বন্ধুকে টিজ করা নিয়ে সংঘর্ষে জড়িয়েছিলেন ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টায় সায়েন্স ল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তার বান্ধবীকে নিয়ে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যাচ্ছিলেন। এসময় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আইডিয়াল কলেজের শিক্ষার্থীর সঙ্গে থাকা তার বান্ধবীকে টিজ করে। এই ঘটনার জের ধরেই শনিবার সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা।

সাকিব নামে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তার মেয়েবন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিজ করে। সেই সূত্র ধরে আজ সংঘর্ষ বাধে। ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আইডিয়ালে আটকা পড়ে। তারা আইডিয়াল কলেজের প্রিন্সিপালের রুমে আছে।

আরও পড়ুন: ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সরিয়ে এনেছি৷ তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত ৷ আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, কিছুক্ষণ আগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিবেশ শান্ত।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬