কলেজের মাটি দিয়ে অধ্যক্ষের পোলট্রি খামারের পাশে ডোবা ভরাট

২৭ জুন ২০২০, ০৮:৩০ AM
কলেজের জমি থেকে মাটি কেটে অধ্যক্ষের পোলট্রি খামারের পাশে একটি ডোবা ভরাট করা হচ্ছে

কলেজের জমি থেকে মাটি কেটে অধ্যক্ষের পোলট্রি খামারের পাশে একটি ডোবা ভরাট করা হচ্ছে © সংগৃহীত

কলেজের জায়গা থেকে মাটি কেটে নিজের মালিকানাধীন ডোবা ভরাট করার অভিযোগ পাওয়া গেছে পাবনার ভাঙ্গুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুত কয়েকজন শ্রমিক দিয়ে সেখান থেকে মাটি নিয়ে নিজের পোলট্রি খামারের পাশে একটি ডোবা ভরাট করছেন।

অভিযোগ পেয়ে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান তাৎক্ষনিক মাটি কাটার কাজ বন্ধ করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নায়েব সাহেবকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাটি কাটার সময় 

অধ্যক্ষের এমন কাজে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শ্রমিক সর্দার গোলাম মওলা বলেন, কলেজের অধ্যক্ষের নির্দেশে এখান থেকে মাটি কেটে তার নিজস্ব জায়গায় দেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গনি বলেন, এখন দেখছি ‘রক্ষকই ভক্ষক’। স্থানীয়দের বেশ কয়েকজন জানান, অবৈধ ক্ষমতার দাপটে অধ্যক্ষ এমন কাজ করছেন।

তবে কলেজর জমি থেকে মাটি কাটা হয়নি বলে দাবি করছেন অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ। দাবি করেন, তিনি নিজের জমি থেকে মাটি কাটছেন।

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬
একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬