করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা

১৭ এপ্রিল ২০২০, ১১:৩০ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি অনির্দ্দিষ্টকালের স্থগিত রয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ফলে প্রায় ১২ লাখ শিক্ষার্থী অনিশ্চতায় মধ্যে রয়েছে। গত ১ এপ্রিল এ পরীক্ষা শুরুর কথা ছিল। 

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছেন, করোনার কারণে পরীক্ষা স্থগিত রয়েছে ঠিক আছে। কিন্তু কবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বা কীভাবে নেওয়া হবে এই বিষয়ে তেমন কিছু বলা হয়নি। যদিও করোনায় সারাবিশ্বে আতঙ্কিত বিরাজ করছে, তারপরও এটা আরেকটা দুশ্চিন্তা আমাদের জন্য।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগে এইচএসসি পরীক্ষা দূরে থাক, শিক্ষাপ্রতিষ্ঠান খোলারও সম্ভাবনা কম। আগামী ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে, তারপর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হবে বলে জানান আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা শুরু করা হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে সময়সূচি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করা হয়েছে। একইভাবে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস চালু করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরাসরি পাঠদান, পরীক্ষাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

করোনাভাইরাসের এইচএসসি পরীক্ষা স্থগিত থাকায় অনিশ্চতায় মধ্যে রয়েছে পরীক্ষার্থীরা। পুরান ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এইচএসসি পরীক্ষা দিবেন তুহিন মাহমুদ। তিনি জানান, করোনার কারণে দেশ নয়, পুরো বিশ্বে আজ আতঙ্কিত। এপ্রিলের শুরুতেই পরীক্ষা ভেবেই পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস ছিলাম। পরে স্থগিত হওয়াতে সেই আগ্রহটা হারিয়ে ফেলেছি। তাছাড়া উল্টো দুশ্চিন্তা ভর করছে।

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬
একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬