১৫ পরিবারকে ৫ দিনের খাদ্যসামগ্রী দিল এইচএসসি-১৭ ব্যাচ

০৫ এপ্রিল ২০২০, ১২:১৩ PM
ত্রাণসামগ্রী

ত্রাণসামগ্রী © টিডিসি ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে সবকিছুতে নেমে এসেছে স্থবিরতা। কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ সবকিছু। এ পরিস্থিতিতে দেশের নিম্নবিত্ত পরিবারগুলোতে খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার। সারাদেশের দেশের ন্যায় এসব ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে এইচএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা।

প্রথম দফায় ৩ দিনের প্রস্তুতিতে ১৫ পরিবারকে ৫ দিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসমাগ্রী দিয়েছে এইচএসসি ১৭ ব্যাচের শিক্ষার্থীরা। গত শুক্রবার প্রথম দফায় এসব ত্রাণসামগ্রী মৌচাক, সানারপাড়, নারায়ণগঞ্জ এলাকায় বিতরণ করা হয়েছে।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল ৭ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, তেল ১ লিটার, লবণ আধা কেজি এবং ১ টি সাবান। এসব ত্রাণসমাগ্রী ১৫ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

ত্রাণ সামগ্রী বিতরণের বিষয়ে ফাহাদ বিন হাসান রাফি বলেন, দেশের এমন অবস্থায় এক শ্রেণীর মানুষ না খেয়ে থাকতে পারে সেই কথা চিন্তা করেই আমি এবং HSC BATCH 2017 গ্রুপের এডমিন দিয়া এবং আমানের সঙ্গে আলোচনা করি। তারপর অনেক প্রতিবন্ধকতা আসলেও তাৎক্ষণিক ক্ষুদ্র প্রচেষ্টায় ১ম ধাপ পার করে ১৫টি পরিবারের খাদ্যের যোগান দিতে পেরেছি আমরা। পর্যায়ক্রমে আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন আয়োজকরা। ত্রাণসামগ্রী ক্রয়ের মোটামুটি ডোনেশন পেলেই এ দফার আনুষ্ঠানিক কাজ শুরু হবে। এইচএসসি ১৭ ব্যাচের এসব শিক্ষার্থীদের ত্রাণসমাগ্রী বিতরণে সহযোগীতা করতে চাইলে (বিকাশ 01760228980, 01748020172) এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

দেশের ক্রান্তিলগ্নে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ বেশকিছু সমসাময়িক ইভেন্টে সক্রিয় ভুমিকা রেখেছে এইচএসসি ১৭ ব্যাচের শিক্ষার্থীরা। তাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে সবকিছুর দিকনির্দেশনা দেওয়া হয়। সে ধারাবাহিকতার অংশ হিসেবে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন তারা।

সার্বিক বিষয়ে ত্রাণসমাগ্রী বিতরণের আয়োজক আমান নিক্সন বলেন, দেখা গেছে যারা ত্রাণ পায় শুধু তারাই পেতে থাকে। কিন্তু একশ্রেণীর মানুষজনের কাছে কোনো ত্রাণই পৌঁছায়না। তাদের জন্যই আমাদের এই প্রকল্প। আমরা তাদের তালিকা করেই তাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি। প্রথম দফায় আলহামদুলিল্লাহ্‌ অনেক সাড়া পেয়েছি। উচ্চবিত্তদের সহায়তা পেলে আমরা এ কার্যক্রম অনেক দুর এগিয়ে নিতে পারবো।

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬
একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬