অসদুপায় অবলম্বনের দায়ে ৩ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

০১ জুলাই ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

পটুয়াখালীর কলাপাড়ায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং মোবাইল ফোনসহ পরীক্ষার হলে প্রবেশের দায়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন উপজেলার মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ও ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— বৈশাখী হাওয়া, বিজ্ঞান বিভাগ, খানাবাদ ডিগ্রি কলেজ; উন্মে হানি শাম্মি, মানবিক বিভাগ, খানাবাদ ডিগ্রি কলেজ; ওবায়দুল মাতুব্বর, ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ।

দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট-১৯৮০ অনুযায়ী তিনজন পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। তবে তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অতিরিক্ত কোনো শাস্তি আরোপ করা হয়নি।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, ‘পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পরীক্ষার হলে মোবাইল ফোন বহন ও অসদুপায় গ্রহণ গুরুতর অপরাধ। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান বলেন, ‘পরীক্ষার পূর্বেই পরীক্ষার্থীদের সকল নিয়মকানুন সম্পর্কে সতর্ক করা হয়েছে। তবুও যারা নির্দেশনা লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।’

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনিয়ম রোধে প্রশাসন, পুলিশ ও শিক্ষা বোর্ড যৌথভাবে কাজ করছে।’

মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে কটূক্তি, গ্রেপ্তার ১
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০০-তে ৯৬.৬
  • ২১ জানুয়ারি ২০২৬