ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩০তম ব্যাচের নবীনবরণ

নবীনবরণের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করছে ক্লাব নন্দন কানন
নবীনবরণের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করছে ক্লাব নন্দন কানন  © সংগৃহীত

ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হয় একাদশ শ্রেণির ১ হাজার ৪০০ শিক্ষার্থীকে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারের ‘হেলমেট হল’-এ  অনুষ্ঠানটি হয়।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ অত্র কলেজের শিক্ষার্থী সৈয়দ নাজমুল হাসানের মা নাজমা আক্তারের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও  ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩-এ ছাত্রীদের ফুটবলে চ্যাম্পিয়ন টিম এবং ক্রিকেটে রানার্স আপ টিম-কে সংবর্ধনা প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের পরিবেশন করে কলেজের সাংস্কৃতিক ক্লাব নন্দন কাননের শিল্পীবৃন্দ এবং জনপ্রিয় ব্যান্ড সাবকন্সিয়াস।

825x465 - 2024-11-10T173124-645

কলেজ অধ্যক্ষ আরিফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর অধ্যাপক ড. এস. এম হাফিজুর রহমান এবং কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence