প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল আইডিয়াল কলেজছাত্রের

২৪ অক্টোবর ২০২৩, ১০:৪২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
কুশন কুমার সিংহ ওরফে পার্থ

কুশন কুমার সিংহ ওরফে পার্থ © সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় দুর্গা পূজার প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গালিমপুর দুর্গা মন্দির এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্রের নাম কুশন কুমার সিংহ ওরফে পার্থ (১৭)। সে বিহারকোল বাজারের রড-সিমেন্টের ব্যবসায়ী ও গালিমপুর এলাকার উৎপল কুমার সিংহের বড় ছেলে এবং ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

স্থানীয়রা জানায়, বিসর্জনের জন্য প্রতিমা পিকআপভ্যান করে গালিমপুর দুর্গা মন্দির থেকে পাশের বড়াল নদের ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় কয়েকজনের সঙ্গে পার্থও হেঁটে যাচ্ছিল। পথিমধ্যে চারমাথা মোড়ে পৌঁছালে সেখানে পূজা উপলক্ষে সাজানো ডেকোরেটরের তারে বিদ্যুতায়িত হয় সে। দ্রুত সেখান থেকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পরিবারের লোকজন মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধানের শীষে আস্থা রাখলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন হবে: তারে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
প্রশাসনিক অফিসার নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গল…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৫ জানুয়ারি ২০২৬
সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬