ঢাকা কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরু কাল

০৮ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ফটো

ঢাকা কলেজে ভর্তি হওয়া একাদশ শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস সোমবার (৯ অক্টোবর) শুরু হবে। এবং একইদিন সকাল ১০টায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী একাদশ শ্রেণির (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ক্লাস ৮ অক্টোবর (রোববার) শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণে ঢাকা কলেজে ক্লাস শুরু হয়নি। সেজন্য আনুষ্ঠানিকভাবে আগামীকাল ৯ অক্টোবর (সোমবার) ওরিয়েন্টেশন ক্লাস এবং নবীন বরণ অনুষ্ঠিত হবে ।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজেন পাঠ পরিকল্পনা, উন্নয়ন ও নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস।

তিনি বলেন, আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে ক্লাস এবং ১০ টায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে। অনুষ্ঠানে সকল নবীন শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান এঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ ও একাদশ (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থপাঠ প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার
বিতরণ করা হবে।  

তিনি আরও বলেন, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা কলেজের সম্মাননীয়অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

এছাড়াও শিক্ষার্থীরা কলেজ ড্রেস পরে সকল নিয়ম মেনে সোমবার সকাল সাড়ে ৭ টা থেকে ৮ টার মধ্যে বায়োমেট্রিক হাজিরা সম্পন্ন করে নির্ধারিত ক্লাসে উপস্থিত হওয়ার নির্দেশনাও ইতিমধ্যে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ধানের শীষে আস্থা রাখলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন হবে: তারে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
প্রশাসনিক অফিসার নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গল…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৫ জানুয়ারি ২০২৬
সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬