৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক নিয়োগসহ ৫ দফা দাবি কলেজ শিক্ষকদের

২৯ জুলাই ২০২৩, ০৬:৪৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
৫ দফা দাবিতে সরকারি কলেজ শিক্ষক সমিতি

৫ দফা দাবিতে সরকারি কলেজ শিক্ষক সমিতি © টিডিসি ফটো

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) নেতারা। শিক্ষক-কর্মচারীদের বেসরকারি আমলে প্রাপ্ত বেতন গ্রেড ও ধাপ বহাল রেখে বেতন-ভাতা নির্ধারণ এবং পদ তৈরিসহ শিক্ষক-কর্মচারীকে দ্রুত নিয়োগের দাবি জানায় শিক্ষক নেতৃবৃন্দ। 

শনিবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় তারা।

এসময় তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে সরকারি কলেজ না থাকা প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি করার ঘোষণা দেন। এই ঘোষণার ৭ বছর এবং সরকারি আদেশের (জিও) ৫ বছরে  ১৪১টি কলেজে নিয়োগ দেওয়া হয়েছে। অদৃশ্য কারণে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন না পাওয়ায় ১৮৮ কলেজের  নিয়োগ বাকি আছে।

আরও পড়ুনঃ রোববার সারা দেশে আ.লীগের বিক্ষোভ

মানববন্ধনে সকশিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইসাহাক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যেতে চাই। আমরা কোনও সরকারবিরোধী কাজে আসিনি। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। আমাদের দাবি আদায়ের জন্য এসেছি। সরকারের কাছে অনুরোধ— আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিন।’

৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ১ অক্টোবর থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা।

সংগঠনের সহ-সভাপতি ও কর্মসূচি বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক আ ন ম রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইসাহাক। এসময় সকশিসের সাধারণ সম্পাদক  কামরুল হাসান পাঠান, সহ-সভাপতি জাকারিয়া মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভোগান্তির দায় প্রশাসনের, ক্যাম্পাসে যথারীতি উপস্থিত ছিলাম: …
  • ২৫ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার কারণে সমাবেশের তারিখ পরিবর্তন জামায়াতের
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাজশাহী-গাজীপুরসহ ১৩ জেলার প্রাথমিকের ভাইভার সূচি প্রকাশ
  • ২৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল-ডেন্টাল ভর্তি: প্রথম মাইগ্রেশনে সুযোগ পেলেন ১০২ শিক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাবির সাংবাদিকতা বিভাগে প্রথিতযশা দুই সাংবাদিকের নামে শিক্ষ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত-ছাত্রী সংস্থার নারী কর্মীরা ভোট চাইতে গেলে পুলিশ ডে…
  • ২৫ জানুয়ারি ২০২৬