এক মাসেরও বেশি সময় বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার

ডা. দীপু মনি
ডা. দীপু মনি  © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ অক্টোবর) এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন এইচএসসি/সমমান পরীক্ষা ২০২২ প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষে্য ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে নারীর আত্মহত্যার চেষ্টা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা বোর্ডসমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিক তথ্য আদান প্রদান করবে। এছাড়া পরীক্ষার সময় অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত আগামী ৬ নভেম্বর সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence