মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা © সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। দ্রুতগতিসম্পন্ন একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে প্রচণ্ড ধাক্কা দিলে এ বিপর্যয় ঘটে।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রংপুর-ঢাকা মহাসড়কের নির্মাণ কাজে ব্যবহৃত একটি পাথর ও বালুবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় শীতের কাপড় বোঝাই করে দ্রুতবেগে আসা আরেকটি ট্রাক অজ্ঞাত কারণে সামনের দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সরাসরি সজোরে ধাক্কা দেয়।
ভয়াবহ এই সংঘর্ষের ধাক্কায় শীতের কাপড়বাহী ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক চাঁদ মিয়া (৫৫) ও আরেক ব্যক্তি নিহত হন। গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের গুনতলা গ্রামের বাসিন্দা ছিলেন চাঁদ মিয়া। এছাড়া অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সংঘর্ষে আহত হন আরও দুজন।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, প্রচণ্ড ধাক্কার শব্দ শুনে স্থানীয়রা ছুটে গেলে চোখে পড়ে উল্টেপাল্টে যাওয়া ট্রাক ও রক্তাক্ত দৃশ্য। তারা স্বতঃস্ফূর্তভাবে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত দুই ব্যক্তিকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাটি নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকার্য পরিচালনা করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। অপর নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে দ্রুতগতির লাইনার ট্রাকটির চালকের অসতর্কতাকে দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। তবে পুরো বিষয়ে তদন্ত চলছে।