রংপুরে কৃষিজমির মাটি লুট, এক লাখ টাকা জরিমানা
- রংপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০২ PM
রংপুরের মিঠাপুকুরে কৃষিজমির উর্বরতা নষ্ট করে ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে আটক ও জমির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এ মাটি লুটে ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগের পরই এ অভিযান পরিচালনা করে প্রশাসন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার ভাংনী ইউনিয়নে অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান।
জানা যায়, ভাংনী ইউনিয়নের দর্জিপাড়া এলাকার রেদওয়ানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে কৃষি জমির অবৈধ মাটি উত্তোলন চলছিল। প্রায় এক মাস ধরে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাকড়া (মাটি পরিবহনকারী যান) দিয়ে এসব মাটি বহন করা হচ্ছিল। এতে এলাকার রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা প্রশাসনকে অভিযোগ দিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত মাটি কাটায় ব্যবহৃত কাকড়া গাড়ির ৪টি ব্যাটারি জব্দ করেন এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন। পাশাপাশি মাটি কাটার ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট করা হয়। পরে জমির মালিক সানোয়ার হোসেনকে এক লাখ টাকা জরিমানা আদায় করে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
প্রশাসনের এমন দ্রুত ও কঠোর পদক্ষেপে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।