খুলনার আকাশে উল্কার মতো আলোর ঝলক কোথা থেকে আসছে?

খুলনার আকাশে উল্কা!
খুলনার আকাশে উল্কা!  © সংগৃহীত ছবি

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা খুলনার আকাশে উল্কার মতো ছুটে চলা আলোর ঝলক দেখেছেন সেখানকার অনেক অধিবাসী।

খুলনার সাংবাদিক গৌরাঙ্গ নন্দী বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি তার খুলনার বাড়ীর ছাদে গাছের পরিচর্যা করতে উঠেছিলেন এবং তখনি এই দৃশ্য দেখতে পান।

আরও পড়ুন: পে স্কেলের দাবিতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে রণকৌশল কর্মচারীদের

‌‘গোধূলী বলতে যে সময়টা বোঝায় ঠিক সেই সময়ে আমার নজরে আলোর মতো কিছু একটা এলো। মোবাইলের ক্যামেরা জুম করে দেখলাম আলোর ঝলক। তখন কয়েকটা ছবি তুলতে পারলাম’ বিবিসি বাংলাকে বলেছেন তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!