রামগতিতে ২০০০ শিক্ষার্থীর অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

০৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ AM
গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত © টিডিসি

লক্ষ্মীপুরে রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকার (আরএসসিডি) উদ্যোগে ৫ম বারের মতো গণিত অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে রামগতি উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিদ্যালয় মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

এবারের গণিত অলিম্পিয়াডে উপজেলার ৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা গণিত বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন শেষে  প্রতিটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান সহ সেরা ১০ স্থান অর্জনকারীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেওয়া হয়।

অলিম্পিয়াডে আগত শিক্ষার্থীরা বলেন, আরএসসিডির এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। এই গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখবেন বলেও জানান তারা। 

আরএসসিডির সাধারণ সম্পাদক আবদুল হান্নান বলেন, ১২ বছর আগে আরএসসিডি গঠিত হয়। এটি একটি অরাজনৈতিক সংগঠন মেধার মুল্যয়ন ও মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। এছাড়া বিভিন্ন দূর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং অস্বচ্ছল গরীব পড়ুয়াদের সহযোগিতা দেয়, তারই ধারাবাহিকতায় ৫ম বারের মতো গনিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এখানে যে সমস্ত পড়ুয়ারা ৪ স্তরের পরিক্ষায় ১ম, ২য়, এবং  ৩য় হয়েছেন তারা সহ প্রত্যেক স্তরের সর্বোচ্চ নাম্বার প্রাপ্তরা পরবর্তীতে লক্ষ্মীপুর ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন। আমাদের এ জাতীয় সকল কার্যক্রম অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজ তান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত) মোঃ জাকির হোসেন, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বদরুল ইসলাম, রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তুজা আল আমিন, সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা জুবায়ের হোসেন তালুকদারসহসহ আরএসসিডির অন্যান্য সদস্যরা।

বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি
  • ১৭ জানুয়ারি ২০২৬
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9