পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:১৫ PM
পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার মহিপুর থানা সদরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
উদ্বোধনের পর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসীকে সচেতন করতে মাইকিং করা হয় এবং পাইকিং ফগার মেশিনের মাধ্যমে মশার লার্ভা ধ্বংসে স্প্রে কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা সিপিপি পরিচালক আসাদুজ্জামান খান, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসল্লি সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আমরা সবাই মিলে কাজ করছি। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যেক ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীদেরও এগিয়ে আসতে হবে। সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।’
এদিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ করা। প্রতিটি পরিবারকে নিজেদের আঙিনা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এটি কেবল সরকারি উদ্যোগ নয়, আমাদের সবার যৌথ দায়িত্ব।’
স্থানীয় প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।