প্রতিমা বির্সজন দিতে গিয়ে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

স্কুলছাত্র রনি চন্দ্র পাল মরদেহ
স্কুলছাত্র রনি চন্দ্র পাল মরদেহ  © টিডিসি

নওগাঁর মহাদেবপুরে গতকাল বিজয়া দশমীর দিনে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জ্জনের সময় নদীতে পড়ে রনি চন্দ্র পাল (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রিজের দক্ষিণ পার্শে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে বৃহস্পতিবার বিকেলে আত্রাই নদীর প্রেমতলী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি পার্শ্ববর্তী মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে ও বানডুবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

পরিবার সূত্রে জানা যায়, নিহত রনি দুর্গাপূজা দেখতে তার ফুফুর বাড়ি কুঞ্জবন আসে। সেখানে তার ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সঙ্গে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমার নৌকায় উঠে নৌকাবাইচ উপভোগ করতে যায়। সে সময় রনি প্রান্তজিৎকে নিয়ে নদীতে পড়ে হাবুডুবু খেতে থাকে। সাঁতার না জানা রনিকে প্রান্ত তার সমস্ত শক্তি দিয়ে পানির উপর ভাসিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু রনি ভাসতেও পারছিল না। আধা ঘণ্টা চেষ্টার পর অবশেষে রনি পানির নিচে তলিয়ে যাওয়া শুরু করে। রনিকে ছেড়ে না দিলে প্রান্ত নিজেও তলিয়ে যেতেন বলে জানা যায়।

অবশেষে প্রান্ত তীরে আসার চেষ্টা করছে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে মহাদেবপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ব্যার্থ হন। আজ সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালান। অবশেষে মহাদেবপুর পুরাতন ব্রীজের দক্ষিণ পার্শে ও কেন্দ্রীয় শ্মশানঘাটির উত্তর পার্শ্বে থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। 

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, নদীতে ডুবে নিখোঁজের পর রনিকে উদ্ধার করতে রাজশাহী থেকে ডুবুরি দল এসে দীর্ঘ প্রচেষ্টার পর তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence