কক্সবাজারে পর্যটন জোনে চার রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বৃহস্পতিবার কক্সবাজারে চারটি রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত
বৃহস্পতিবার কক্সবাজারে চারটি রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত  © টিডিসি

কক্সবাজার শহরের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি রেস্টুরেন্টকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—লাবণী পয়েন্টের হান্ডি রেস্টুরেন্ট ৩০ হাজার, সুগন্ধার কাঁচা লংকা রেস্টুরেন্ট ৪০ হাজার, ক্যাফে দরবার ৩০ হাজার এবং কলাতলী মেইন রোডের ক্যাফে জামান রেস্টুরেন্ট ১৫ হাজার টাকা।

জনপ্রিয় ও পুরনো হান্ডি রেস্টুরেন্টেও অনিয়ম ধরা পড়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, সুনাম ও জনপ্রিয়তার আড়ালে মালিকপক্ষ নিয়মকানুন অবহেলা করে আসছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম বলেন, ‘সব রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করা হয়েছে। স্বাস্থ্যকর খাবার পরিবেশন নিশ্চিত না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অস্বাস্থ্যকর খাবার খেলে হেপাটাইটিস, পেটের রোগ, খাদ্যে বিষক্রিয়া ও দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়ে। পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক এসব রেস্টুরেন্টে ভিড় জমান। তাই স্বাস্থ্যবিধি না মানলে তা শুধু ভোক্তাদের নয়, পর্যটন শিল্পের ভাবমূর্তির জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।


সর্বশেষ সংবাদ