গোপালগঞ্জে সরকারি ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সরকারি মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশি প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি, প্রাতিষ্ঠানিক জলাশয় ও অভয়াশ্রমে মোট ১৮টি স্থানে কার্পজাতীয় ৩৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
এ সময় বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।