যুক্তরাষ্ট্রে আখতারসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে অন্তবর্তী সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জেলা এনসিপিসহ বিভিন্ন উপজেলার নেতারা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত প্রতিবাত সমাবেশ করেন।

এ সময় বক্তারা বলেন, নিয়ইয়র্কে এনসিপির নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এভাবে হামলা করে এনসিপিকে থামানো যাবে। বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধের দাবি জানান। অন্যথায় আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক জিহান মাহমুদ, জেলা প্রধান সম্বনয়কারী আজিজুর রহমান লিটন, আশুগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক জয়ন্তি বিশ্বাস, জেলা ছাত্র নেতা আজিজ বিল্লাহ আজিজিসহ আরও  উপজেলা রনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ