নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানববন্ধন
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ PM
নোয়াখালী সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নে অব্যাহত চুরি, ডাকাতি ও রাহাজানিসহ আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি এবং প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য (১, ২, ৩ ওয়ার্ড) রেহানা মজিদের উদ্যোগে খলিশাটোলা নুর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকহাজার গ্রামবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন ১ নম্বর চর মটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহমেদ দুলাল, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম সেলিম, সুধারাম থানা বিএনপির সাবেক সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (ড্যাব) সভাপতি জিয়াউল হায়দার পলাশ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজিদ।
সমাবেশে আরও বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের সভাপতি সাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক মহিন উদ্দিন, নোয়াখালী জেলা যুবদলের সদস্য মেহরাজ বিন রশীদ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোতাহের হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির নেপথ্যে প্রশাসনের অসহযোগিতাকে দুষছেন বক্তারা। তারা মনে করেন ‘নোয়াখালী সদর ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ সীমান্তবর্তী এ এলাকায় বিগত দিনে অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর কোনো ভূমিকা না থাকায় প্রতিনিয়তই চুরি, ডাকাতি ও রাহাজানিসহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। সমাবেশে বক্তারা, অনতিবিলম্বে নোয়াখালী ও লক্ষীপুরের সীমান্তবর্তী এলাকার উদয় সাধুরহাট বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন।