গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় চোখ হারিয়ে মৃত্যুপথে নারী

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ AM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ AM
অভিযুক্ত ডাক্টার

অভিযুক্ত ডাক্টার © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফল উপজেলাতে কাজি মাসুদ রানা (৩৬) নামের এক গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় দুই চোখ হারিয়ে, এখন মৃত্যু শয্যায় ফাতেমা বেগম (৬০) নামের এক নারী। ভুক্তভোগী নারীর পরিবারের অভিযোগ, ফাতেমা বেগম নাকের ভেতরে ছোট একটি টিউমার নিয়ে মাসুদের কাছে গেলে তিনি পলিপাস বলে জানান। অপারেশনের জন্য প্রথমে ১২ হাজার টাকা দাবি করলেও পরে ৭ হাজার টাকায় চুক্তি হয়।

গত ৩১ জুলাই ওই অপারেশন করেন ডাক্তার মাসুদ। এসময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। পরদিন রোগীর অবস্থার আরও অবনতি হয়, তিনি চোখের জ্যোতি কমেছে অনুভব করেন। পরে ২ আগস্ট আবারও তাকে মাসুদের কাছে নেওয়া হয়। মাসুদ তাকে চক্ষু ডাক্তার দেখাতে বলেন।

পরে বাউফলে চক্ষু চিকিৎসকের কাছে গেলে তাকে ঢাকা যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরবর্তীতে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হলে তারা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ক্ষত ছড়িয়ে পড়ে উভয় চোখে ক্যান্সার হয়েছে সংক্রমণ হয়েছে। বর্তমানে ফাতেমা বেগম মৃত্যুশয্যায় রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাসুদ নিজেকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) দাবি করেন। যদিও তার সাইনবোর্ডে ‘গ্রাম ডাক্তার’ লেখা রয়েছে। তিনি অপারেশন করার বিষয়টি স্বীকারও করেন। 

কিভাবে করলেন জানতে চাইলে তিনি জানান, হোমিও চিকিৎসার মাধ্যমে নাকের পলিপাস অপসারণ করেছেন। তবে তার হোম চিকিৎসার  সনদ এখন সাথে নেই পরে দেখাবেন বলে জানান।

অপারেশনে ব্যবহৃত ওষুধ ও মাসুদের দেয়া ব্যবস্থাপত্র নিয়ে  বিশেষজ্ঞ হোমিও চিকিৎসক মো. আনিছুর রহমান বলেন, ‘এই ওষুধ আমি ব্যবহার করি না। কেন ব্যবহার করা হয় তাও জানি না।‘ এ বিষয়ে জেলা সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়া বলেন, ‘গ্রাম ডাক্তার কোনোভাবেই এমন চিকিৎসা দিতে পারে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।‘

ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জু’মা আসে জু’মা যায়, হাদি হত্যার বিচার নাই’
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারণায় ডিম নিক্ষেপ
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশ পুনর্গঠনে গণতন্ত্র চাই : তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬