বিদ্যালয়ের মাঠে ধান চাষ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ PM
বিদ্যালয়ের মাঠে চাষ করা হয়েছে ধান

বিদ্যালয়ের মাঠে চাষ করা হয়েছে ধান © টিডিসি

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠে ধান চাষ করা হয়েছে। ফলে খেলাধুলা ও শারীরিক চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। শুধু তাই নয়, মাঠ দখল, আর্থিক অনিয়ম ও কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে।

বিদ্যালয় সূত্র জানায়, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে। তবে বিদ্যালয়ের সাড়ে তিন বিঘা জমির মাঠ দীর্ঘদিন ধরে বর্গা দেওয়া হয়েছে। কে বা কারা এই বর্গার সঙ্গে যুক্ত এবং বিনিময়ে কী সুবিধা দেওয়া হয়েছে, তা কেউ বলতে পারেনি।

সরেজমিনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেখা গেছে, বিদ্যালয়ের মাঠজুড়ে ধানের চাষ। মাঠ না থাকায় শিক্ষার্থীদের বারান্দা আর শ্রেণিকক্ষের সামান্য জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে। আর শিক্ষকরা নিজেদের মধ্যে কক্ষে বসে থাকলেও প্রধান শিক্ষকের কক্ষ ছিল তালাবদ্ধ।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহানাজ, লামিয়া ও শেফালী ক্ষোভ প্রকাশ করে বলে, ‘আমাদের খেলার মাঠ দখল করা হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সামনে পানি জমে যায়, তখন আমাদের ক্লাসেই বসে থাকতে হয়।’

এলাকাবাসীও অনিয়মের অভিযোগ তুলেছেন। প্রাক্তন ছাত্র মেহেদী নাজমুল হুদা জানান, বহুবার অভিযোগ ও মানববন্ধন করেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: ডাকসু সংগ্রহশালায় নেই ডাকসু সংক্রান্ত কোনো বই

স্থানীয় আউয়াল মিয়া ও মহিদুল ইসলাম অভিযোগ করেন, প্রধান শিক্ষক ক্ষমতার দাপটে বিদ্যালয়ের পাশের ডাকঘর উচ্ছেদ করেছেন। ফলে এলাকাবাসী ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক বদিয়ার রহমান বলেন, ‘আমি আসার পর থেকেই মাঠে ধান চাষ হচ্ছে। বিষয়টি ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক অবগত।’

তবে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়া অভিযোগ এড়িয়ে গিয়ে বলেন, ‘আমার আগের প্রধান শিক্ষক মাঠের জমি বন্ধক রেখেছিলেন। এখনো সেই অবস্থায় আছে। টাকা জোগাড় হলে মাঠ ছাড়িয়ে আনা হবে।’

কিন্তু প্রশ্ন উঠছে, ২০০৯ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে থাকলেও এত দিন কেন ব্যবস্থা নেননি তিনি?

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
  • ১৪ জানুয়ারি ২০২৬
আশরাফ হাকিমির প্রেমে মজেছেন নোরা ফাতেহি!
  • ১৪ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত ১৩ নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ১৪ জানুয়ারি ২০২৬
জেফারের সঙ্গে রোমান্টিক ছবি শেয়ার করে যা লিখলেন রাফসান
  • ১৪ জানুয়ারি ২০২৬
টেকনাফে ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9