শেরপুরে বিনামূল্যে বিতরণের বই বিক্রির অভিযোগ, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ PM
দিঘীরপাড় ফাজিল মাদ্রাসা

দিঘীরপাড় ফাজিল মাদ্রাসা © টিডিসি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। স্থানীয়রা বলছেন, এ ধরনের অনিয়ম শুধু শিক্ষাঙ্গনের দুর্নীতির চিত্রই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার সামিল।

অভিযোগে জানা যায়, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল ইসলাম, সহকারী শিক্ষক (শিক্ষক প্রতিনিধি) নওশেদ আলী এবং অফিস সহকারী শহিদুল ইসলামের বিরুদ্ধে বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে।

দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া, রাহিদুল ইসলাম, মোবাস্সার, আবু বকর সিদ্দিক, মুন্নি, রিয়াজুল ইসলামসহ কয়েকজন বলে, ‘আমাদের সব বই বিতরণ করা হয়নি। বাইরে কেজি দরে বই বিক্রি করেছে। এখনো ২-৩টি বই হাতে আসেনি। উপরন্তু বই প্রদানের সময় ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।’

স্থানীয় সচেতন মহল অভিযোগ করে বলেন, বিনামূল্যের সরকারি বই বিক্রি করা গুরুতর অনিয়ম এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণের সামিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল ইসলাম বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে সরকারি বই বিতরণে কোনো অনিয়ম হয়নি। কিছু শিক্ষার্থী হয়তো সময়মতো বই হাতে পায়নি। কিন্তু বই বিক্রির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

এ প্রসঙ্গে ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) মো. রহুল আমিন তালুকদার বলেন, এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, সরকারি বই বিনামূল্যে বিতরণের কথা। শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া বা বই বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলেও দায়িত্বশীলদের এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেয়া যায় না।

অন্যদিকে শিক্ষার্থীরা দ্রুত অবশিষ্ট বই বুঝে পাওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।

স্থানীয়রা মন্তব্য করেছেন, বিনামূল্যের সরকারি বই বিক্রির এ অভিযোগ শুধু শিক্ষাঙ্গনে অনিয়মের চিত্রই নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার সামিল।

জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9