রাজশাহীতে স্কুলশিক্ষার্থীদের নিয়ে আরজেপি টেক অলিম্পিয়া অনুষ্ঠিত

২৮ আগস্ট ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১১:২২ PM
আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫-এর বিভাগীয় ফাইনাল রাউন্ডে বিজয়ীরা

আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫-এর বিভাগীয় ফাইনাল রাউন্ডে বিজয়ীরা © টিডিসি

রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫-এর বিভাগীয় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করা সেরা ২০০ শিক্ষার্থীকে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদে আয়োজিত হয় রাজশাহী বিভাগের সবচেয়ে বড় এই প্রযুক্তি প্রতিযোগিতা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচালিত আইসিটি ক্লাব রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্সের (আরজেপি) উদ্যোগে এবং আই.ট্রিপলি রাবির সহযোগিতায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫ এর প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মজার বিভিন্ন প্রশ্ন করে জিতে নেয় পুরস্কার। তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে চাওয়ার পরামর্শ থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রোগ্রামিং নিয়ে শিক্ষার্থীদের জানার আগ্রহ ছিল ব্যাপক। প্রযুক্তি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে শপথ নেয়। মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী।

আরজেপি সভাপতি তারেক আবরার এর উপস্থাপনায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রোকনুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. বিমল কুমার প্রামাণিক। অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হালিদা হোমায়রা, একই বিভাগের অধ্যাপক ড. দীপঙ্কর দাস, রুয়েটের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো: লোকমান হোসেন, জেলা প্রশাসক রাজশাহীর প্রতিনিধি সহকারী কমিশনার মো. মাহফুজুর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিআইআর বিভাগের রিসার্চ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ তামিম এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের লেকচারার অয়ন সরকার।

প্রধান অতিথি অধ্যাপক ড. বিমল কুমার প্রামাণিক বলেন, ‘হাইস্কুল শিক্ষার্থীদেরকে অধ্যাবসায় ও আগ্রহের মাধ্যমে প্রযুক্তি চর্চা করে সামনে এগিয়ে যেতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রোকনুজ্জামান বলেন, এখন সবার হাতেই প্রযুক্তি এবং এগুলোর সঠিক ব্যবহার শিক্ষার্থীদের শেখাতে অভিভাবকদের সচেতন পদক্ষেপ প্রয়োজন। আরজেপি’র এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তি যাত্রাকে অগ্রগামী করতে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মত দেন অতিথিরা। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে। আরজেপি প্রেসিডেন্ট তারেক আবরার বলেন, স্বেচ্ছাসেবী কাজের অংশ হিসেবে আরজেপি যেমন স্কুল শিক্ষার্থীদের প্রযুক্তি ও প্রোগ্রামিং শেখাচ্ছে, এই শিক্ষার্থীরাও যেন একদিন বড় হয়ে এই ক্রমধারা চালু রাখে।’

সমাপনী অনুষ্ঠান শেষে আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫-এ অংশ নেওয়া সেরা ২০০ বিভাগীয় প্রতিযোগির মধ্য থেকে ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং মেডেলে, সার্টিফিকেট ও টিশার্ট প্রদান করা হয়। রাজশাহী বিভাগের সেরা এই ৫০ শিক্ষার্থী আগামী ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিতব্য ২ দিনব্যাপী আরজেপি গ্র্যান্ড ক্যাম্প ও ওয়ার্কশপে অংশগ্রহণ করবে।

আরজেপির এই আয়োজনে টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল আইটিব্রিজ একাডেমি, ম্যাগাজিন পার্টনার ছিল ব্যাপন। এ ছাড়া ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো জেলা প্রশাসন রাজশাহী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী, পোলার আইসক্রিম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ, জেনন একাডেমি, রেটিনা রাজশাহী এবং অরবিটাল।

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9