দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

২৬ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৮:২৫ PM
জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম © সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার পূর্ব গোঁয়াখালী-সিরাদিয়া সড়কের ভোলাইয়াঘোনাস্থ মোনাফের ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি পদে ছিলেন। তার বাড়ি সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকায়। তিনি স্থানীয় মইয়াদিয়া জামে মসজিদের খতিব ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব গোঁয়াখালী মসজিদে এশার নামাজ আদায় করে মোটরসাইকেলে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। ভোলাইয়াঘোনা তিন রাস্তার মাথা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটির সঙ্গে উপজেলা পরিষদ থেকে বাইম্যাখালী সড়ক হয়ে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের সঙ্গে পুলিশ কথা বলেছে। তারা দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ করতে রাজি নয়।

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫