প্রায় সাড়ে তিনশ লেবুগাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে © টিডিসি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের হাতে সর্বস্বান্ত হলেন এক লেবুচাষি। উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা নতুন বাজার এলাকায় চাষি রফিকুল ইসলামের বাগানের প্রায় সাড়ে তিনশ লেবুগাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে। কয়েক বছর ধরে পরিচর্যা করা এ বাগান থেকেই তিনি প্রতি মৌসুমে লাখ লাখ টাকার লেবু বিক্রি করতেন। কিন্তু এক রাতেই সব গাছ নিধন হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
লেবুচাষি রফিকুল ইসলাম জানান, ২০১৪ সালের দিকে দুলমা গ্রামের আহাদুল্লাহ কাছ থেকে ৫২ শতাংশ জমি ১২ লাখ টাকা দিয়ে ক্রয় করেন। তার ক্রয়কৃত জমিতে ৫ বছর আগে সাড়ে তিনশ লেবুগাছ রোপণ করে পরিচর্চার পর কয়েক বছর ধরে লেবু বিক্রি করছেন। এখনো তার খরচের টাকা উঠেনি। আহাদুল্লাহ ও তার ভাইদের সঙ্গে জোতের জমি নিয়ে ঝগড়া বিবাদ চলছে। শনিবার (২৩ আগস্ট) রাতের কোনো এক সময় লেবুগাছগুলো হাত করাত ও দা দিয়ে গোড়া কেটে ফেলা হয়।
লেবুচাষি রফিকুল বলেন, ‘আমি গরিব মানুষ। ধারদেনা করে লেবু আবাদ করেছিলাম। পাওনাদারদের ধারের টাকা এখনো পরিশোধ করতে পারি নাই। আমার ধারণা আহাদুল্লাহ ও তার লোকজন আমার লেবুবাগান কেটে ফেলেছে। আমার সাড়ে তিনশ লেবুগাছ কাটার বিচার চাই।’
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান জানান, বিষয়টি দুঃখজনক। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।