টঙ্গীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৬:৫৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৭:২২ AM
গাজীপুরের টঙ্গীতে তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
রবিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ময়মনসিংহগামী একটি তেলবাহী ট্রাক টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় এক নারী মারা যান। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নারীর ও আহত চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী অংশে চলমান বিআরটি প্রকল্পের কারণে সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে প্রায়ই এ এলাকায় দুর্ঘটনা ঘটছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।