শেরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় শিশু আব্দুল্লাহ (৪) মারা গেছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে কালাকুমা বৈশাখী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার কালাকুমা গ্রামের মইছ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুর ১২টার দিকে একটি দ্রুতগতির অটোরিকশা পানিহাতার দিকে যাচ্ছিল। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুমু শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ