পাবনায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, এক মাসের আল্টিমেটাম

   সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার সকালে পাবনার চাটমোহর কুমারগাড়া ও হান্ডিয়াল এলাকায়
সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার সকালে পাবনার চাটমোহর কুমারগাড়া ও হান্ডিয়াল এলাকায়  © টিডিসি

পাবনার চাটমোহর জারদিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত ১৪ কিলোমিটার আঞ্চলিক সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কারের অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ। এ দুর্ভোগের প্রতিবাদে সড়কটির ৯টি পয়েন্টে একযোগে মানববন্ধনে নামেন এলাকাবাসী। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন কর্তৃপক্ষকে। সংস্কার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাটমোহরে জারদিস মোড় থেকে হান্ডিয়াল বাঘলবাড়ি পর্যন্ত রাস্তাটি দূরত্ব ১৪ কিলোমিটার। কিন্তু গত কয়েক বছর ধরে এই রাস্তা অসংখ্য খানাখন্দে বৃষ্টির পানিতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে তিনটি ইউনিয়নের লাখো মানুষ। এ রাস্তা দিয়ে ঢাকার সঙ্গে সবচেয়ে কম দূরত্বে অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করে। কিন্তু পাঁচ বছর ধরে রাস্তাটির সংস্কারের অভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায়ই দুর্ঘটনায় হতাহত হচ্ছে মানুষ। বিশেষ করে অসুস্থ ব্যক্তিকে চাটমোহর উপজেলা হাসপাতালে নিতে পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে। প্রায়ই দুর্ঘটনায় ক্ষতির স্বীকার হন যানবাহনের চালকরা। এর আগে সংস্কারকাজ শুরু করেও জুলাই আগস্টের পর পালিয়ে গেছেন ঠিকাদার। আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রাস্তাটি সংস্কারকাজ শুরু করার আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান

চেতনায় হান্ডিয়ালের আহ্বায়ক কে এম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে ও অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন পাবনা-৩ আসনের সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা  হাসানুল ইসলাম রাজা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম কালু, মানববন্ধন আয়োজক উপকমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে পাবনার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম আজিজ বলেন, ‘যে ঠিকাদারের গাফিলতিতে এ জনদুর্ভোগ তিনি যাতে উপযুক্ত শাস্তি পান, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ করা হয়েছে। আগের ঠিকাদারকে বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে সড়কটির সংস্কার দ্রুত শুরু করা হবে। জনদুর্ভোগ যাতে আর না হয়, সে বিষয়ে আমরা আন্তিরকভাবে কাজ করছি। সড়কটির প্রাথমিক মেরামতকাজ চলমান।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence