খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা

অতিরিক্ত মাত্রায় হর্ণ ব্যবহারে জরিমানা
অতিরিক্ত মাত্রায় হর্ণ ব্যবহারে জরিমানা  © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার চাতরী চৌমুহনী বাজার, কর্ণফুলী টানেল চত্বরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

আদালত সূত্রে জানা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৬টি মামলায় ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২টি মামলায় ২ জন ব্যবসায়ীকে মোট ১৫,০০০/- টাকা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৪টি মামলায় ৪ জনকে ৭,০০০/- টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দায়েরকৃত মামলাগুলোতে মূলত পণ্যের গায়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য বিক্রি এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে জরিমানা করা হয়। অপরদিকে, পরিবেশ সংরক্ষণ আইনে দায়েরকৃত মামলাগুলোর ক্ষেত্রে খাদ্যপণ্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও পরিবেশ দূষণ সংক্রান্ত অপরাধের জন্য জরিমানা আরোপ করা হয়।

অভিযান চলাকালে টানেল চত্বর ও পিএবি সড়কে চলাচলকারী দূরপাল্লার যানবাহনের অনিয়ন্ত্রিত গতি এবং অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়েও নজরদারি করা হয়। একইসঙ্গে চাতরী চৌমুহনী বাজার এলাকার হোটেল-রেস্তোরাঁ, মুদি দোকান, ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় লাইসেন্স যাচাই, পরিচ্ছন্নতা, মূল্য তালিকা টানানো এবং খাদ্য নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আনসার সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে বাজার মনিটরিং, পরিবেশ রক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে মোবাইল কোর্টের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!