প্রতীকী ছবি © সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে যে, নদীতে ভেসে আসা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃহস্পতিবার রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটির হাতের কবজি ও পায়ের গোড়ালি নেই। গায়ে রংচটা হাফ শার্ট ও পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট। বয়স হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। সম্ভবত অন্য কোনো এলাকা থেকে মরদেহটি ভেসে এসেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ভেসে এসে এ এলাকায় ঠেকে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।