টঙ্গীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা © টিডিসি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা ও শিক্ষার্থীরা গোপালগঞ্জে সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। কর্মসূচি চলাকালে সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। এতে পথচারী ও যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হন।
বিক্ষোভ শেষে সংগঠনের নেতাকর্মীরা কলেজ গেট এলাকা থেকে একটি মিছিল নিয়ে টঙ্গী পশ্চিম থানার সামনে যান। সেখানে তারা সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ মুহিন, যুবশক্তি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ মহসিন উদ্দিন, বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আকাশ গোষ প্রিন্স এবং গাজীপুর জেলা বৈসম্যবিরোধী আন্দোলনের সংগঠক ডা. সাইফুল ইসলাম আকাশ, এনপিপির নেতা নাবিল ইউসুফসহ প্রমুখ।
নেতারা বলেন, ‘গোপালগঞ্জে আমাদের সংগঠনের নেতাকর্মীদের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’