পোল্ট্রি ব্যবসায়ীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার, স্ত্রীসহ ঘাতক গ্রেপ্তার

১৫ জুলাই ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:১২ PM
ব্যবসায়ী দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

ব্যবসায়ী দ্বিখণ্ডিত লাশ উদ্ধার © টিডিসি

রাঙ্গামাটির কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রাম থেকে অপহরণের আটদিন পর পোল্ট্রি ব্যবসায়ী মো. মামুনের (২৫) বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কাউখালীর মাঝের পাড়া এলাকা থেকে  এলাশ উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন সুগারমিল আদর্শগ্রাম এলাকার আলী আহম্মেদের একমাত্র সন্তান। মামুনের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এর মধ্যে তিন ও আট বছর বয়সি ছেলে এবং নয়মাস বয়সি মেয়ে। 

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় এর আগে নিহত মামুনের সাবেক কর্মচারী মূল ঘাতক মো. কামরুল ইসলামকে (৩০) লক্ষ্মীপুর জেলার ভবানিগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতক কামরুলের স্ত্রীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। 

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, নিহত   মামুনের সাবেক কর্মচারী ছিল ঘাতক কামরুল। কিন্তু কর্মচারী থাকলেও সম্প্রতি তারা দুজনে মিলে শেয়ারে ব্যবসা করছিলেন। ধারণা করা হচ্ছে ব্যাবসায়িক দ্বন্দ্বের কারণে এ নৃশংস এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ বলেন, কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘাতক কামরুলকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। এ হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত আছে সকলকে খুঁজে বের করা হবে। ইতিমধ্যে এ ঘটনায় আনোয়ার (২০) নামে আরও একজনকে গ্রেপ্তার করে রাঙ্গামাটির আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

বুটেক্স ছাত্রী ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন সুইডেনে, আবেদন শেষ ২ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২০ মিনিট পরেও ভর্তি পরীক্ষায় বসেছে শিক্ষার্থী, আগের দিন সুয…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের জনসভায় মোবাইল চুরি প্রায় ১০০, থানায় জিডি ৭০ জ…
  • ৩১ জানুয়ারি ২০২৬