১৫ বগি ফেলে রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন

বগি ফেলে চলে যায় ট্রেনের ইঞ্জিন
বগি ফেলে চলে যায় ট্রেনের ইঞ্জিন  © সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে একটি অস্বাভাবিক ঘটনার শিকার হয় ঢাকা-রাজশাহী আন্তঃনগর ‘ধূমকেতু’ এক্সপ্রেস ট্রেন। চলন্ত অবস্থায় ইঞ্জিনের পিছনে সংযুক্ত ছিল সমস্ত বগি, কিন্তু স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ‘কাপলার’ বা সংযোগ হুক খুলে যায়। এজন্য ইঞ্জিন বগিগুলো ছেড়ে প্রায় ৪০০ গজ এগিয়ে যায়। পরে যাত্রীরা খেয়াল করে দেখেন ট্রেনের ইঞ্জিন নেই, কেবল ১৫টি বগি দাঁড়িয়ে আছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে আজিমনগর রেলওয়ে স্টেশনে।

জানা যায়, প্রায় ৩০ মিনিট পর, ইঞ্জিন পিছনে ফিরে আসে এবং বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা চালিয়ে যায়। রেলওয়ে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, কোনো দুর্ঘটনা বা যাত্রীদের নিরাপত্তায় কোনো হুমকি হয়নি; ট্রেন সময়মতো পুনরায় চলাচল শুরু করেছে।

ট্রেনের যাত্রী, এক শিক্ষার্থী মুক্তাদির আলম বলেন, ‘আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বগি থেমে যায়। পরে দেখি ইঞ্জিন বগি রেখে চলে গেছে। কিছুক্ষণ পর আবার ইঞ্জিন এসে বগি নিয়ে রাজশাহী উদ্দেশে যাত্রা শুরু করে। তখন সাময়িক সময়ের জন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।’

আলমগীর হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে বগি খুলে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিনটি বগি থেকে প্রায় ৪০০ গজ দূরে চলে যায়। প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে এসে আবার বগি নিয়ে রাজশাহীর দিকে যাত্রা করে।

আজিমনগর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশনমাস্টার জীবন বৈরাগী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সোমবার সকাল ১০টা ৫৭ মিনিটে আজিমনগর রেলওয়ে স্টেশন ভবন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন পাটিং হয়ে যায়। পরে সাড়ে ১১টার দিকে ওই ইঞ্জিন এসে বগি লাগিয়ে আবার রাজশাহী অভিমুখে যাত্রা শুরু করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

 


সর্বশেষ সংবাদ